লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানের নেতৃত্বে বন্যপ্রাণী সহ পাচারকারী চক্র আটক।

- আপডেট সময় : ০৮:০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ৭৭ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম চট্টগ্রাম,কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে হানিফ বাস নং-ঢাকা-মেট্টো-ব-১৫-২৩৬৭ যোগে ০১জন বন্যপ্রানী পাচারকারী কক্সবাজার হতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/মোজাম্মেল হোসেন ও ফোর্সসহ চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তা কার্যালয়ের সামনে অবস্থান নেয়। ১০/১১/২০২২খ্রি. তারিখ ২২:০০ ঘটিকায় বর্নিত বাসটি রেঞ্জ বন কর্মকর্তা কার্যালয়ের সামনে আসলে অভিযান টিমের ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ)/মুহাম্মদ আতিকুর রহমান, অফিসার ইনচার্জ, লোহাগাড়া থানা চালককে বাসটি থামানোর সংকেত দিলে চালক বাসটি থামায়। পুলিশ বাসটি তল্লাশী করে বিপন্ন প্রজাতীর ০১টি স্বজারো ০২টি লজ্জাপতি বানরসহ এরশাত(৩৫), পিতা-নোয়াব মিয়া, সাং-করইবাড়ি, দক্ষিণ পাড়া, ০২নং ওয়ার্ড, আকবপুর ইউপি, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করেন। অবৈধভাবে বন্যপ্রানী শিকার ও পাচার করার দায়ে আটক পাচারকারীর বিরুদ্ধে বন্যপ্রানী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ৩৪(খ) ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধারকৃত বন্যপ্রানীগুলো নিরাপদ আশ্রয়স্থলে প্রেরণের জন্য চুনতি রেঞ্জ বর্ন কর্মকর্তা মাহমুদ হোসাইন এর নিকট হস্তান্তর করা হয়েছে।