লালমনিরহাটের বড়বাড়িতে হামলা ও গাছ কর্তনের অভিযোগে মামলা দায়ের

- আপডেট সময় : ০৭:২৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ১৭২ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন
লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিবরাম এলাকায় পূর্বশত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা ও প্রায় তিনলক্ষাধিক টাকার গাছ কর্তন করে ক্ষতিসাধন করেছে বলে অভিযোগ উঠেছে।
উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ সবুজ মিয়া লালমনিরহাট সদর থানায় হামলাকারী ৫ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন।
সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা যায়, বড়বাড়ি ইউনিয়নের শিবরাম মৌজার মৃত- আকবর আলীর পুত্র সবুজ মিয়া (৪৯) পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলো। উক্ত বসতবাড়ির চারপাশে ফলদ, বনজ, ঔষধীসহ নানা প্রজাতির গাছ রোপণ করেন। এমতাবস্থায় প্রতিপক্ষ একই এলাকার এটিএম ফারুক সিদ্দিকী(৫৭), আপেল মিয়া(৫৫) উভয়ের পিতা মোঃ সিদ্দিক এবং সিরাজুল ইসলাম গামা(৬০), মুকুল মিয়া(৫২) সর্ব পিতা মৃত আঃ সাত্তারগং সবুজ মিয়ার বসতবাড়ি থেকে উচ্ছেদসহ নানাবিধ হুমকি দিতে থাকে। তারই ধারাবাহিকতায় গত কয়েকদিন পূর্বে ভোর বেলায় লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধ ভাবে সবুজ মিয়ার বসতবাড়িতে বিভিন্ন প্রকারের গাছ কেটে ফেলে ক্ষতি সাধন করে। এর মধ্যে সুপারি গাছ ১১৩টি, আম গাছ ২৫টি, ৪টি লটকন গাছ ও ৫০টি কলা গাছ কর্তন করে। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সবুজ বিনা জানান।
এ বিষয়ে কথা হলে সবুজ বিভাগ কাঁদো কাঁদো কন্ঠে বলেন- আমি কৃষক মানুষ। আমার কিছুই নেই। সেদিন ভোরবেলা আমরা স্বামী-স্ত্রী বাসায় ছিলাম। তারা বারবার বলতে থাকে সব গাছ কেটে ফেলে ধ্বংস কর। আমরা স্বামী-স্ত্রী ঘরের মধ্যে ভয়ে লুকিয়ে ছিলাম বের হতে পারি নাই। আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে গেল কয়েক লক্ষাধিক টাকার গাছ। সবুজ নিয়ে আরো বলেন, এটিএম ফারুক সিদ্দিকী বড়বাড়ির শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের প্রভাষক ও বিএনপির একজন প্রভাবশালী নেতা। তার ভয়ে বড়বাড়ি এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের কাছে এর সুবিচার দাবি করছি। আমি আমার পরিবার পরিজন নিয়ে এই বসতভিটায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।
এবিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।