লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার নির্বাচিত চেয়ারম্যান শপথ নিলেন
- আপডেট সময় : ০৯:৩০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রংপুর বিভাগের নির্বাচিত ২১ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই শপথ গ্রহণে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান হিসাবে রাকিবুজ্জামান আহমেদ ও আদিতমারী উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস শপথ গ্রহণ করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার (৬ জুন) সকালে রংপুর শিল্পকলা একাডেমি হলরুমে রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন।
উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রশিদুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার রংপুর, ফেরদৌস আলী চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উক্ত শপথ গ্রহন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর প্রমূখ।