রাজারহাটে স্বপ্ন শপের ম্যানেজার নিখোঁজ ৯দিন পর সন্ধান মিলেছে অপহৃত শাহিনুরের
- আপডেট সময় : ০৯:৩৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
হাফিজুর রহমান
রাজারহাট উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
অবশেষে ৯দিন পর রাজারহাটে রহস্য জনক অপহৃত স্বপ্ন শপ ম্যানেজার শাহিনুর ইসলামের সন্ধান মিলেছে। এরআগে পুলিশ,র্যাব ও সেনাবাহিনী তার অনুসন্ধান করেছিল। বুধবার রাতে স্বজনরা তাকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তির দাবি করেছেন শাহিনুরের স্ত্রী নুসরাত জাহান বুশরা। তবে অপহরণ নাকি অন্য কিছু এরহস্য এখনো উদঘাটন হয়নি। ফলে তার অপহরণ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জানা গেছে,গত ১৮ নভেম্বর দুপুর ১২ ঘটিকা থেকে রাজারহাট বাজারের এসিআই লজিস্টিকস লিমিটেড এর স্বপ্ন শপ আউটলেট ম্যানেজার শাহিনুর ইসলাম (৩৫) রহস্য জনক নিখোঁজ হন। এরপর থেকে তার মুঠো ফোন বন্ধ থাকে। পরে ২০ নভেম্বর তার স্ত্রী বুশরা আক্তার রাজারহাট থানায় একটি জিডি করেন।
২১ নভেম্বর ওসি রাজারহাট থানা নামীয় ফেসবুক পেজে উক্ত ব্যক্তির সন্ধ্যান চেয়ে একটি পোস্ট করা হয়। পরে পুলিশ,র্যাব ও সেনাবাহিনী অনুসন্ধ্যান চালিয়েও কোন হদিস বের করতে পারেননি। এরপর মোবাইল ফোনের কল রেকর্ড যাচাই করে শাহিনুর উধাও হওয়ার পূর্ব মহুর্তে রাজারহাট উপজেলা সদরের কিসামত পুন:কর গ্রামের আবু সাঈদের পুত্র মতিয়ার রহমান (৩০) এর সাথে মুঠো ফোনে একাধিকবার কথা বলার প্রমাণ পায় পুলিশ। এর প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। ২৩ নভেম্বর এসিআই লজিস্টিকস লিঃ এর রিজিওয়ানাল ম্যানেজার শাহীনুর আলম স্বপ্নের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে কোম্পানীর পক্ষ থেকে আটক মতিয়ার সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি অপরহরণ মামলা দায়ের করেন। বর্তমানে মতিয়ার জেল হাজতে রয়েছে। স্বপ্ন আউটলেট ম্যানেজার শাহিনুরের রহস্য জনক অপহরণের ঘটনায় এলাকার জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। শাহিনুর দিনাজপুর জেলা সদরের রামনগর গ্রামের জসিম উদ্দিনের পুত্র বলে জানা গেছে। এদিকে বৃহস্পতিবার দুপুরে মুঠো ফোনে শাহিনুরের স্ত্রী নুসরাত জাহান বুশরা জানান বুধবার (২৭ নভেম্বর) টাঙ্গাইলের এ্যালেঙ্গায় তার সন্ধ্যান পাওয়ার পর স্বজনদের মাধ্যমে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করে রাতে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পুরোপুরি সুস্থ্ হওয়ার আগে অপহরণ না অন্য কিছু তা বলতে পারবেন না বলে জানান। রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন আজ (বৃহস্পতিবার) দুপুরের আগে স্বপ্নের রিজিওয়ানাল ম্যানেজার মাহবুব মোবাইল ফোনে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির বিষয়ে জানিয়েছেন। সুস্থ হলে শাহিনুরকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে অপহরন রহস্য উদঘাটন করা হবে বলে জানান।