ব্রেকিং নিউজঃ
রাঙামাটির কাউখালীতে বেতবুনিয়া ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলাকালে কনেষ্টবল আহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ১৯৪ বার পড়া হয়েছে
কামরুল ইসলাম
পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটিতে পুলিশের ফায়ারিং চলা কালিন তিন কনস্টেবল আহত।
বিস্তারিত জানতে গিয়ে জানাযায় রাঙামাটির কাউখালীতে বেতবুনিয়া ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলাকালে এক কনস্টেবলের গুলিতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, উপজেলার বেতবুনিয়া ফায়ারিং রেঞ্জে ট্রেনিং চলাকালে এক কনস্টেবল মেশিনগানের গুলি ছুড়েই জ্ঞান হরিয়ে ফেলেন। এতে তিন কনস্টেবল গুলিবিদ্ধ হন। এক নারী কনস্টেবলসহ গুলিবিদ্ধ তিনজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর আহত।