রাউজান ওয়েল হেলথ ডায়াগনস্টিক সেন্টারের বিনামুল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১২:২০ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
মোহাম্মদ ঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি
রাউজান মুন্সিরঘাটাস্থ ওয়েল হেলথ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনায় বিনামুল্যে চিকিৎসা ক্যাম্প কর্মসূচির অংশ হিসেবে ফ্রী ডায়াবেটিস, ব্লাড পেশার ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর সোমবার দুপুরে রাউজান সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত চিকিৎসা ক্যাম্পের প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেলিম নাওয়াজ চৌধুরী।
ওয়েল হেলথ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ কাউসার আহমেদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যাপক নুরুল আব্বাস চৌধুরী, অর্থনীতি বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক তসলিম উদ্দিন, অধ্যাপক জহিরুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক শওকত উদ্দিন ইবনে হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক জহুরুল আলম, ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ তছলিম উদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, অধ্যাপক আরমান উদ্দিন প্রমুখ।
ডায়াবেটিস ও রক্তের নির্ণয় কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন রাউজান ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ এ আর রাশেদ উদ্দিন, ওয়েল হেলথ ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা নূরজাহান আকতার বর্ষা, হারাধন দাশ, হিমেল বড়ুয়া।
এতে প্রায় দুই শতাধিক শিক্ষক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় করা হয়। ওয়েল হেলথ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ কাউসার আহমেদ বলেন:আমরা ওয়েল হেলথ এর পক্ষ থেকে আজকে রাউজান কলেজ শিক্ষক শিক্ষার্থী দের মাঝে ফ্রিতে ব্লাড প্রেসার ও ব্লাড গ্রুফ এবং ডায়বেটিস সেবা প্রধান করছি। এবং আমাদের ওয়েল হেলথ ডায়াগনস্টিক এর এরকম মানবিক কার্যক্রম যথারীতি চলতে থাকবে। গরীব দুখী মানুষের পাশে দাড়াবেন তারা।