রংপুরে বাংলা নববর্ষ বরণ উদযাপন
- আপডেট সময় : ১১:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
“শুভ নববর্ষ-১৪৩১
রংপুরে বাংলা নববর্ষ বরণ উদযাপন ”
আজ ১লা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ।
১৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ রোজ রবিবার। বাংলা নববর্ষ-১৪৩১ কে বরণ উপলক্ষে নান্দনিক মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার, জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়। সকাল ১০.০০ টায় রংপুর জিলা স্কুল মাঠে শুরু করে টাউন হল রংপুর হয়ে জিলা স্কুল মাঠে ফিরে শোভাযাত্রার সমাপ্তি হয়।
এরপর পুলিশ সুপার মহোদয় রংপুর, জিলা স্কুল মাঠে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলকে জেলা পুলিশের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানান ও বাংলা নতুন বছরের দিনগুলি সকলের ভালো কাটুক এই প্রত্যাশা করেন ।
অনুষ্ঠানে জনাব মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা প্রশাসক, রংপুর মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকির হোসেন, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার) পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর; জনাব এস এম রশিদুল হক, পিপিএম-সেবা,অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) রংপুর রেঞ্জ, রংপুর; জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর মহোদয়সহ গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ।