যাত্রীবাহী বাসে তল্লাশি, গাঁজাসহ গ্রেপ্তার ১!!
- আপডেট সময় : ০৭:০৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ ৬৫ বার পড়া হয়েছে
মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা
বগুড়ার আদমদীঘির সান্তাহারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৯০০ গ্রাম গাঁজাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকাল ৬ টায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জালাল ওরফে জামাল (৪২) নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পত্নীতলা ইউনিয়নের হাড়পুর মথুরাপুর গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী জানান, বুধবার সকাল ৬টায় ঢাকা থেকে নওগাঁ গামী এসপি পরিবহন নামে একটি বাসে মাদক নিয়ে কোথাও যাচ্ছিল এক যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্থানে বাসটি পৌঁছলে তল্লাশী করা হয়। এসময় যাত্রীবেশে থাকা জালাল ওরফে জামালকে ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।