যশোর ডিবির ৪টি সফল অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৪

- আপডেট সময় : ১২:৩০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২ ৯২ বার পড়া হয়েছে

জাকির হোসেন শার্শা (যশোর) প্রতিনিধিঃ
যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ৪ টি সফল অভিযানে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ বোতল ফেনসিডিল এবং ২০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
যশোর ডিবির এসআই মো. শাহিনুর রহমানসহ বেশ কয়েকজন পুলিশের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম গত ৮ অক্টোবর রাতে কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালায়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে আরএন রোডের সন্দিপন রেজিষ্ট্রেশন স্কুল গেট সংলগ্ন জামালের হোটেলের সামনে থেকে মো. বাবু হোসেন(২২) নামের মাদক কারবারিকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা
একই তারিখে রাত সায় ১১টার দিকে যশোর ডিবির টিম ঝিকরগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে যশোর ঝিকরগাছা থানাধীন মোওতা গ্রাম থেকে মাহমুদ রানা(২০) নামের মাদক কারবারিকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮ হাজার ৪০০/টাকা।
যশোর ডিবি তৃতীয় অভিযান চালায় ৯ অক্টোবর দুপুরে। কয়েকজন এসআইয়ের সমন্বয়ে গঠিত একটি টিম দুপুর সোয়া ২টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন মন্ডলগাতী এলাকা থেকে মো. রাফসান হোসেন বিপ্লব (২২) নামের মাদক কারবারিকে ২২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে।উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা।
একই দিন বিকেল ৪টা ৫০ মিনিটে যশোর ডিবির টিম কোতোয়ালি থানার নতুন খয়েরতলা জামে মসজিদের সামনে থেকে মো. রিয়াজুল ইসলাম(২৫) নামের মাদক কারবারিকে ২০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করে। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য অনুমান ৪০ হাজার টাকা।
গ্রেপ্তার প্রত্যেক মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে।