যশোর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর পক্ষে মণিরামপুর সদর ইউনিয়ন ছাত্রলীগের প্রচারনা
- আপডেট সময় : ১২:০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২ ৮০ বার পড়া হয়েছে
মণিরামপুর প্রতিনিধি:
যশোর জেলা পরিষদ নির্বাচনে ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রার্থী ও স্ব-স্ব প্রার্থীর সমর্থকদের চুড়ান্ত প্রচার প্রচারনা। সেই সাথে থাকছে ভোটারদের বাড়ছে আগ্রহ, উত্তেজনা ও উদ্দীপনা।
যশোর জেলা পরিষদ নির্বাচনের দিকে এখন সকলেরই নজর রয়েছে। প্রার্থীর পক্ষে গণসংযোগ, প্রচারণায় চালাতে ছুটছেন সমর্থকেরা জেলার ৮টি উপজেলার ভোটারদের দ্বারে-দ্বারে। রোদ-বৃষ্টি উপেক্ষা করেই তারা দিনভর নির্বাচনী প্রচার-প্রচারনার কাজে ব্যস্ত সময় পার করছেন।
প্রচারনার অংশ হিসেবে যশোর জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিকুলের ঘোড়া প্রতীকের পক্ষে মণিরামপুর উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে ইউনিয়ন পরিষদে আগত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কাছে ভোট প্রার্থনা করে প্রচার প্রচরণায় চালায়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা ভোটারদের বাড়ী-বাড়ী গিয়েও প্রচারনা করে।
এ সময় উপস্থিত ছিলেন মণিরামপুর সদর ইউনিয়ন ছাত্রলীগনেতা মাহমুদুল হাসান মুন্না, মামুন হোসেন, আব্দুল্লাহ, সাকিব, হারুন অর রশিদ, মিকাইল হোসেন, আল আমিন, ইয়াকুব আলী, সাব্বির, রাফসান, ওলিয়ার, ওমর আলীসহ প্রমুখ।
মোঃ নূরুল হক
মণিরামপুর, যশোর।
মোবাঃ ০১৭২১-৩৯০২০৮
তারিখ ঃ ০৬/১০/২০২২ইং