মোরেলগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ৬৫ বার পড়া হয়েছে
মোঃ ইকরামুল হক রাজিব ক্রাইম রিপোটার
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য বাগেরহাটের মোরেলগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ ই আলম বাচ্চু ।
স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা আইসিটি দপ্তরের সহকারী প্রোগ্রামার ত্রিদেব সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিহাদ আল হাসান, সাংবাদিক এইচ এম জসিম উদ্দিন, শিক্ষক হরিচাঁদ কুন্ডু, শিক্ষার্থী অনুশ্রী সিদ্ধি, সুধী ওয়ালিউর রহমান প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল মালেক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শারমিন সুলতানা।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ২টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।