মোজো’র ১৮তম জন্মদিন উদযাপন : তারুণ্যের সাথে মোজো

- আপডেট সময় : ১০:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ২৫৪ বার পড়া হয়েছে

মোজো’র ১৮তম জন্মদিন উদযাপন : তারুণ্যের সাথে মোজো
দেশের প্রধান জনপ্রিয় কোলা ব্র্যান্ড মোজো। রবিবার (১ বৈশাখ ১৪৩১) আকিজ হাউজে উদযাপিত হলো মোজো’র ১৮তম জন্মদিন।
২০০৬ সালের ১৪ এপ্রিল এ ব্র্যান্ডটি চালু হয়। এরপর থেকে প্রতি পয়লা বৈশাখ জন্মদিন উদ্যাপন করে মোজো।
খুব অল্প সময়ে দেশ ও বিদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে মোজো।
খুব অল্প সময়ে মোজো সবসময় তারুণ্যের জয়গান করে, যে তারুণ্য আছে সবার মাঝে। তারুণ্যর কোনো বয়স নেই।
জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের মাননীয় এমডি মোঃ জহুরুল ইসলাম, জেনারেল ম্যানেজার জনাব মোঃ রেজাউল করিম, জেনারেল ম্যানেজার মোহাম্মদ সানাউল্লাহ, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহনেওয়াজ হোসেন,
ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম, সেলস ম্যানেজার মোহাম্মদ আহসান হাবিব, সেলস ম্যানেজার ওমর ফারুক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মোজো টিম ও ভোক্তাদের ব্যাপক ভালোবাসা আর উৎসাহের মধ্যে উৎযাপিত হলো মোজোর ১৮তম জন্মদিন। সমাজের সুবিধাবঞ্চিত জন্যও ছিলো বিশেষ আয়োজন। যা মোজোকে সবসময় মানবিক ব্রান্ড হিসাবে দিয়েছে বিশেষ মর্যাদা।