মেহেরপুরে বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী
- আপডেট সময় : ১২:০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ ৭৪ বার পড়া হয়েছে
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের “আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি” এর আওতায় শিক্ষক-শিক্ষিকা ও সুপারভাইজারগণের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর), সকাল ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর জেলা কার্যালয় ট্রেনিং ভেন্যুতে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ও মানব উন্নয়ন কেন্দ্র (মউক) আয়োজিত সমাপনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও সুপারভাইজারগণের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
মউক এর জেলা প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মদ ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন।
এসময় মুজিবনগর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার শিরিন আকতার, সুপারভাইজার রাজন আলী, ইশতিয়াক ইসলাম ও সুজন আলীসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩৮ জন শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।