মেহেরপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ ৭৯ বার পড়া হয়েছে
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে বিশ্ব খাদ্য দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর), সকাল ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাদ্য অধিকার বাংলাদেশ এর সহযোগিতায়, মেহেরপুর জেলা খাদ্য অধিকার কমিটি ও মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এ সভার আয়োজন করে।
খাদ্য অধিকার কমিটির সদস্য হাজী আজগর আলী মাষ্টার এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, মউক এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আরিফ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক শহিদুল্লাহ, আঃ রাকিব, ইমাম ওজিউর রহমান ও মানবধিকার কর্মী সাদ আহাম্মদ।
আলোচনা সভায় বক্তাগণ সরকারের দারিদ্র বিমোচন এবং খাদ্য নিরাপত্তার জন্য বিভিন্ন সুপারিশমালা তুলে ধরেন। এর আগে একটি র্যালি আমঝুপির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মউক প্রধান কার্যালয় চত্বরে এসে শেষ হয়। সভার শেষে, মেহেরপুর জেলা খাদ্য অধিকার কমিটির পক্ষে সামাজিক সুরক্ষা কর্মসূচির বরাদ্দ বাড়ানো ও খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মুল্য কমানোর দাবীতে মেহেরপুর জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়।
মাজিদ আল মামুন
মেহেরপুর প্রতিনিধি
০১৯১৫৩৫১৪৯৮