মেহেরপুরে বজ্রপাতে নিহত-১, আহত-১
- আপডেট সময় : ১১:১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ ৬৭ বার পড়া হয়েছে
মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের কুলবাড়িয়াতে বজ্রপাতের ঘটনায় লিটন হোসেন (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনায় সুজন (৩০) নামের আরো একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর), বিকেলের দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুলবাড়িয়া বালির মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনায় নিহত লিটন কুলবাড়িয়া বসতি পাড়ার শফিকুল ইসলামের ছেলে এবং আহত সুজন একই গ্রামের জাহিরুল ইসলামের ছেলে বলে জানা যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় লিটন ও সুজন দু’জনে ক্ষেতে শসা তোলার সময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির সাথে সাথে প্রচন্ড শব্দে বজ্রপাত আঘাত হানে। এ সময় বজ্রপাতের আঘাতে লিটন ও সুজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন। আহত সুজন চিকিৎসাধিন অবস্থায় রয়েছেন।
মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।