মেহেরপুরে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় ও প্রেস ব্রিফিং
- আপডেট সময় : ১১:৫২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ৬১ বার পড়া হয়েছে
মেহেরপুর প্রতিনিধিঃ রোববার ১৭ অক্টোবর-২০২২ মেহেরপুর জেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর), বিকেলের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম, আলহাজ্ব গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, লিংকন বিশ্বাস, আশরাফুজ্জামান ভূঁইয়া, সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার ও মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম।
এসময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদ সাধারণ নির্বাচনের সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ, তাঁদের কর্মী-সমর্থকবৃন্দ এবং ভোটারগণকে একে অপরের সাথে সম্প্রীতি ও সম্মান বজায় রেখে নির্বাচনী আচরণবিধি মেনে কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়েছে।
বিগত দিনের ন্যায় ১৭ অক্টোবর-২০২২ জেলা পরিষদ নির্বাচনও নিরপেক্ষ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, মেহেরপুর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলে বদ্ধপরিকর বলে জানানো হয়। একইসাথে নির্বাচনের সার্বিক কর্মকাণ্ড যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।