মেহেরপুরে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন
- আপডেট সময় : ১২:১৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ ৬৬ বার পড়া হয়েছে
সোমবার (১৭ অক্টোবর), সকাল ৯ টায় ভোট গ্রহণ শুরু হয়ে কোনরকম বিরতিহীন ভাবে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সর্বশেষ বেসরকারি ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা এডভোকেট আব্দুস সালাম কাঁপ পিরিচ মার্কা প্রতীক নিয়ে ১৭৬ ভোট পেয়ে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
তিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল আনারস মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ১১৫ ভোট।
মেহেরপুর সদর উপজেলার জেলা শিল্পকলা একাডেমি, গাংনী উপজেলা শিল্পকলা একাডেমি ও মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স মিলনায়তনে জেলার ৩ টি উপজেলার স্ব-স্ব কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটা কেন্দ্রে ২ টি করে বুথে একটিতে পুরুষ এবং অপরটিতে মহিলা ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।
জেলা পরিষদ নির্বাচনে মোট ২৯৩ জন ভোটারের মধ্যে ২৯২ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী মেহেরপুর সদরের ১নং ওয়ার্ডে সদস্য পদে ইমতিয়াজ হোসেন মিরন টিউবওয়েল মার্কা প্রতীক নিয়ে ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম বৈদ্যুতিক পাখা নিয়ে পেয়েছেন ৫১ ভোট।
সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী শামীম আরা হীরা টেবিল ঘড়ি মার্কা প্রতীক নিয়ে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক মার্কা প্রতীক নিয়ে নার্গিস আরা পেয়েছেন ২৭ ভোট।
মুজিবনগরে টিউবওয়েল মার্কা প্রতীক নিয়ে আজিমুল বারী পেয়েছেন ২২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা মার্কা প্রতীক নিয়ে আলমাস হোসেন পেয়েছেন ১৭ ভোট।
গাংনীতে টিউবওয়েল মার্কা প্রতীক নিয়ে মিজানুর রহমান ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী অটোরিকশা প্রতীক নিয়ে মজিরুল ইসলাম পেয়েছেন ৫০ ভোট। সংরক্ষিত মহিলা সদস্য শাহানা ইসলাম শান্তনা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন সুষ্ঠু ভাবে সুসম্পন্ন করতে জেলা পুলিশের সদস্য, আনসার বাহিনী ও র্যাব সদস্যরা মাঠে উপস্থিত ছিলেন।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।