মেহেন্দিগঞ্জে আন্ত: চরহোগলা মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
মাহমুদুল হাসান ফরিদ, মেহেন্দিগঞ্জঃ
মেহেন্দিগঞ্জে আন্ত: চরহোগলা মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪ -এর ফাইনাল খেলা সোমবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় মেহেন্দিগঞ্জ মহিলা মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মেহেন্দিগঞ্জ ফুটবল একাডেমি’র আয়োজনে টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন চৌধুরী (কবু)”র সভাপতিত্বে ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম নজরুল ইসলাম, মেহেন্দিগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দ ওমর, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু প্রমুখ। ফাইনাল খেলায় চানপুর স্পোর্টিং ক্লাব বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব দল মুখোমুখী হয়। খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জয়লাভ করেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে ট্রপি তুলে দেন। উল্লেখ্য এই ফুটবল টুর্নামেন্টে মোট ৩২ টি দল অংশ গ্রহন করে। এসময় প্রধান অতিথি বলেন একমাত্র নিয়মিত খেলাধুলাই পারে একজন যুবককে মন্দ কাজ থেকে বিরত রাখতে। নিয়মিত খেলার চর্চা করলে শরীর যেমন ভালো থাকে তেমনি ভাবে সকল কাজেও উদ্যোমী হওয়ার শক্তিও পাওয়া যায়। একটি মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলার কোন বিকল্প নেই। ফুটবল গ্রামবাংলার অত্যন্ত জনপ্রিয় একটি খেলা।
বর্তমান সময়ে যুবকদের মোবাইল গেমসের প্রতি আসক্তি বেড়ে যাওয়ায় প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। আর এই ধরনের কর্মকান্ড থেকে যুব সমাজকে রক্ষা করতে ও নিজেদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে এই ধরনের খেলার আয়োজনের কোন বিকল্প নেই। কয়েক হাজার দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।