মামলা হামলা করে বিএনপির আন্দোলন কে দমন করা যাবে না জাফরুল ইসলাম চৌধুরী
- আপডেট সময় : ১০:০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২ ৭২ বার পড়া হয়েছে
কামরুল ইসলাম চট্টগ্রাম –
ভূঁয়া ও হয়রাণীমূলক মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দলের প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি জনাব হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরার ১০ জন নেতা-কর্মী এবং পাবনায় ৪৭ জন নেতা-কর্মীকে ষড়যন্ত্রমূলক ভাবে ফরমায়েসী সাজা প্রদান ও দলের বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদকে অযথা কারাগারে প্রেরণের ঘটনার প্রতিবাদে রবিবার সকাল ১১টার সময় দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশ। উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক বন ও পরিবেশ মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব মোস্তাক আহমেদ খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন , আহবায়ক কমিটির সদস্য লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান অতিথি জাফরুল ৃইসলাম চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন অবৈধ হাসিনা সরকার পতনের ঘন্টা ভেজে উঠেছে তাই সরকার পাগলা কুকুরের মত আচরণ শুরু করেছে এই অবৈধ আওয়ামী সরকার মনে করেছে মিথ্যা মামলা ও হামলা, খুন গুম করে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে কিন্তু তা কখনো সম্ভব নয় । কিন্তু এই অবৈধ সরকার জানেনা বিএনপি সাধারণ মানুষের দল বিএনপির আন্দোলন কে বন্ধ করা এত সহজ নয় বিএনপির একজন নেতাকর্মী জীবিত থাকা অবস্থায় এই আন্দোলন বন্ধ করা যাবেনা এই আন্দোলন অবৈধ সরকার পতনের আন্দোলন। আমাদের এক দপা এক দাবি অবৈধ সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নিরপেক্ষ নির্বাচন কমিশনার দিতে হবে যতক্ষণ পর্যন্ত এই দাবি মেনে নিয়ে অবৈধ সরকার বেঙ্গে না দিবে ততক্ষণ পর্যন্ত বিএনপি জনগণ কে সঙ্গে নিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাবেন। শহিদ শাওন দিচ্ছে ডাক অবৈধ সরকার নিপাত যাক।