মাগুরায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রচারনায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ৭১ বার পড়া হয়েছে
মাগুরা জেলা প্রতিনিধিঃ মাগুরায় জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রচারনায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর প্রচার কার্যক্রমের আওতায় এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শতাধিক নারী উপস্থিত ছিলেন।
২৩ অক্টোবর (রবিবার) দুপুরে মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার চাউলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জজ কোর্টের সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ ফরিদুজ্জামান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আওয়াল, চাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজার রহমান, মহিলা মেম্বার ঝর্ণা বেগম সহ চাউলিয়া ইউনিয়ন পরিষদের অন্যান্য মেম্বারগণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ।
সমাবেশে সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল, সরকারি আইন সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।