ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

ব্রেকিং নিউজঃ
“বাংলাদেশের মানুষ খুনি নয়, দেশপ্রেমিক” আমীরে জামায়াতে ইসলামী  জয়পুরহাট জেলায় বম্বু ইউনিয়ন কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত  নেতাজি সুভাষচন্দ্র র ২২৮,তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রিয়া প্রতিযোগিতা ডায়মন্ড হারবার জেলা পুলিশের  ৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার  ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৫ম শ্রেণীর ছাত্র রাকিব নিহত মূলধন হারানো সঙ্কায় আলু তুলছেন কুড়িগ্রামের কৃষকেরা বাস শ্রমিক আবুল হোসেন দৃষ্টিশক্তি ফিরে পেতে সহায়তা প্রত্যাশী ২ দিন ধরে দেখা নেই সূর্যের, মাঘের শীতে বেসামাল কুড়িগ্রাম  ইতালির নাগরিক হতে দেশটিতে বসবাসের ন্যূনতম সময়সীমা ১০ বছরের পরিবর্তে ৫ বছর করার পক্ষে রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের অধিকার আদায়ে প্রতিবাদ সমাবেশ ।

মহেশখালীতে দিন দুপুরে সিএনজি ড্রাইভারের হাত কেটে নিল সন্ত্রাসীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ২৪০ বার পড়া হয়েছে

 

মিজবাহ উদ্দিন আরজু, (মহেশখালী প্রতিনিধি) ::

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে কালালিয়া কাটা এলাকায় চলন্ত এক সিএনজি থেকে নামিয়ে মোকারম (২৫) নামে এক ড্রাইভারকে পাহাড় তুলে গাছের সাথে বেঁধে ডান হাতের কব্জি কেটে নিল সন্ত্রাসীরা। ১০ জানুয়ারী (মঙ্গলবার) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। তিনি কালারমারছড়া ইউপিস্থ উত্তর নলবিলার চালিয়াতলী এলাকার মোস্তাক আহমদের পূত্র।

সূত্রে জানা যায়, চট্টগ্রামে অবস্থান করা মোকাররমের ভাই গোরাইয়ার সাথে গত ৩-৪ মাস আগে হোয়ানকের আব্দু রহিম প্রকাশ রইক্যা নামে এক ব্যক্তির সাথে জগড়া হয়। এই ঘটনার তারা উভয় মিমাংসা করার জন্য বসে মোকাররমের ভাই একারাম ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেন। এই ঘটনার জের ধরে ১০ জানুয়ারী সকালে চালিয়াতলী থেকে যাত্রী বেশে দুইজন লোক সিএনজি চালক মোকারমকে রিজার্ভ ভাড়া করে নিয়ে যায়। পরে হোয়ানকের কালালিয়া কাটায় পৌঁছালে তাকে ধরে বাজারের পূর্বদিকের পাহাড়ের নিয়ে গাছের সাথে বেঁধে হাত কেটে নিয়ে নিচে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়রা দেখতে পেলে তাকে উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেন আহতের ভাই মোঃ খোকন। তিনি বলেন, পরিকল্পিত ভাবে সন্ত্রাসীরা আমার ভাই মোকাররমকে রির্জাভ ভাড়া করে নিয়ে হাত কেটে নিয়েছে। এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান তারা।

এদিকে দুপুরে খবর পেয়ে পুলিশের একটি ঠিম ঘটনাস্থলে গিয়ে একটি কাটা হাত উদ্ধার করে। এঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, আব্দু রহিম প্রকাশ রইক্যার সাথে চট্টগ্রামে ভিকটিম মোকাররমের সাথে বিরোধ ছিল। এটি নিয়ে কয়েকবার সালিশ হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে আব্দু রহিম, নজরুল,আব্দুসালাম সহ কয়েকজন সন্ত্রাসী মোকারমকে পাহাড়ে তুলে গাছের সাথে বেঁধে হাত কেটে নিয়ে নিচে ফেলে দেন। এঘটনায় যে বা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে সিএনজি চালক মোকাররমের হাত কাটার খবর পেয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সিএনজি চালাক,শ্রমিকসহ স্থানীয়রা চালিয়াতলী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এই বিষয়ে মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী জানান, ড্রাইভার মোকাররমের সাথে চট্টগ্রামে থাকাকালীন হোয়ানক কালালিয়া কাটা এলাকার এক ব্যক্তির দ্বন্দ্ব ছিলো। সে দ্বন্দ্বের পূর্ব শত্রুতার জের ধরে ওই ব্যক্তির ছোট ভাই হোয়ানকের কালালিয়া কাটা এলাকার আবদুর রহমান (প্রকাশ রইক্যা) মোকাররম নামের এ ড্রাইভারের হাত কেটে নিয়েছে। এই ঘটনায় আবদুর রহমান (প্রকাশ রইক্যা) সহ জড়িতদের গ্রেফতারে মহেশখালী থানার একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহেশখালীতে দিন দুপুরে সিএনজি ড্রাইভারের হাত কেটে নিল সন্ত্রাসীরা

আপডেট সময় : ০৯:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩

 

মিজবাহ উদ্দিন আরজু, (মহেশখালী প্রতিনিধি) ::

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে কালালিয়া কাটা এলাকায় চলন্ত এক সিএনজি থেকে নামিয়ে মোকারম (২৫) নামে এক ড্রাইভারকে পাহাড় তুলে গাছের সাথে বেঁধে ডান হাতের কব্জি কেটে নিল সন্ত্রাসীরা। ১০ জানুয়ারী (মঙ্গলবার) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। তিনি কালারমারছড়া ইউপিস্থ উত্তর নলবিলার চালিয়াতলী এলাকার মোস্তাক আহমদের পূত্র।

সূত্রে জানা যায়, চট্টগ্রামে অবস্থান করা মোকাররমের ভাই গোরাইয়ার সাথে গত ৩-৪ মাস আগে হোয়ানকের আব্দু রহিম প্রকাশ রইক্যা নামে এক ব্যক্তির সাথে জগড়া হয়। এই ঘটনার তারা উভয় মিমাংসা করার জন্য বসে মোকাররমের ভাই একারাম ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেন। এই ঘটনার জের ধরে ১০ জানুয়ারী সকালে চালিয়াতলী থেকে যাত্রী বেশে দুইজন লোক সিএনজি চালক মোকারমকে রিজার্ভ ভাড়া করে নিয়ে যায়। পরে হোয়ানকের কালালিয়া কাটায় পৌঁছালে তাকে ধরে বাজারের পূর্বদিকের পাহাড়ের নিয়ে গাছের সাথে বেঁধে হাত কেটে নিয়ে নিচে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়রা দেখতে পেলে তাকে উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেন আহতের ভাই মোঃ খোকন। তিনি বলেন, পরিকল্পিত ভাবে সন্ত্রাসীরা আমার ভাই মোকাররমকে রির্জাভ ভাড়া করে নিয়ে হাত কেটে নিয়েছে। এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান তারা।

এদিকে দুপুরে খবর পেয়ে পুলিশের একটি ঠিম ঘটনাস্থলে গিয়ে একটি কাটা হাত উদ্ধার করে। এঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, আব্দু রহিম প্রকাশ রইক্যার সাথে চট্টগ্রামে ভিকটিম মোকাররমের সাথে বিরোধ ছিল। এটি নিয়ে কয়েকবার সালিশ হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে আব্দু রহিম, নজরুল,আব্দুসালাম সহ কয়েকজন সন্ত্রাসী মোকারমকে পাহাড়ে তুলে গাছের সাথে বেঁধে হাত কেটে নিয়ে নিচে ফেলে দেন। এঘটনায় যে বা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে সিএনজি চালক মোকাররমের হাত কাটার খবর পেয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সিএনজি চালাক,শ্রমিকসহ স্থানীয়রা চালিয়াতলী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এই বিষয়ে মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী জানান, ড্রাইভার মোকাররমের সাথে চট্টগ্রামে থাকাকালীন হোয়ানক কালালিয়া কাটা এলাকার এক ব্যক্তির দ্বন্দ্ব ছিলো। সে দ্বন্দ্বের পূর্ব শত্রুতার জের ধরে ওই ব্যক্তির ছোট ভাই হোয়ানকের কালালিয়া কাটা এলাকার আবদুর রহমান (প্রকাশ রইক্যা) মোকাররম নামের এ ড্রাইভারের হাত কেটে নিয়েছে। এই ঘটনায় আবদুর রহমান (প্রকাশ রইক্যা) সহ জড়িতদের গ্রেফতারে মহেশখালী থানার একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।

শেয়ার করুন