মতলব দক্ষিণে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিদায় ও বরণ

- আপডেট সময় : ১২:১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ৯৭ বার পড়া হয়েছে

মোঃসিয়াম, চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হকের বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেনু দাসের বরণ অনুষ্ঠান ১১ অক্টোবর উপজেলা পরিষদের হলরুমে বিকেল ৩টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান। এ সময় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক, নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস, সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, মুন্সিরহাট কলেজের অধ্যক্ষ এমএ মালেক, রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, নারায়ণপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোছলেউদ্দিন, সাপ্তাহিক মতলবের জনপদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওঃ আবু বক্কর সিদ্দিক, নন্দিখোলা সিনিয়র ফাজিল মাদ্রাসার সুপার আবু সালেহ মোঃ আলী, সাংবাদিক গোলাম হায়দার মোল্লা প্রমুখ। পরে বিদায়ী ইউএনও ফাহমিদা হককে শুভেচ্ছা উপহার প্রদান ও নবাগত ইউএনও রেনু দাসকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় উপজেলার কলেজ, স্কুল, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।