মণিরামপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত
- আপডেট সময় : ১১:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২ ৬০ বার পড়া হয়েছে
নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি
স্মৃতিচারণ আলোচনাসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মণিরামপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার আসরবাদ মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে পৌরশহরে উত্তর মাথা চাউল বাজার সংলগ্ন দলটির অস্থায়ী কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত এ স্মৃতিচারণ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন খাঁন এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুক্তার হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, জুলফিকার আলী ভূট্টো, জামশেদ আলী, ফারুক হোসেন, খান শফিয়ার রহমান, সন্তোষ স্বর, ভোজগাতী বিএনপি’র আহবায়ক আব্দুস সাত্তার দফাদার, নেহালপুর বিএনপি’র সাধারন সম্পাদক খলিলুর রহমান, পৌর যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন, ইমরান নাজির, মিজানুর রহমান, ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান, জেলা মহিলা দলের সহসভাপতি মেরি ইকবাল, সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুন্নাহার প্রমুখ। এছাড়াও উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে মরহুমের জন্য দোয়া ও উপস্থিতিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মণিরামপুর থানা মসজিদের খতিব মুফতি মফিজুর রহমান।
উল্লেখ্য ২০১৮ সালের ৪ নভেম্বর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে (বর্তমান এভারকেয়ার) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।