মণিরামপুরে জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২ ৭৫ বার পড়া হয়েছে
নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি
আলাচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে মণিরামপুরে ঐতিহাসিক জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলে বৃহষ্পতিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মুরাদুজ্জামান মুরাদের সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান তরুণ আওয়ামীলীগনেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর কামরুজ্জামান কামরুল, আওয়ামীলীগনেতা আজিত ঘোষ, কালিপদ, আনিসুর রহমান তজু, অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য, আব্দুল মোমিন, শহিদুল ইসলাম, ইউছুপ হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ, আওয়ামীলীগনেতা মোন্তাজ হোসেন, শাহিনুর, রবিউল, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক চিন্ময় মজুমদার বাবু, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্টের পর ৩রা নভেম্বর ছিল দ্বিতীয় কলংকজনক অধ্যায়। এদিন মুক্তিযদ্ধের অন্যাতম গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্ব ও জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মুনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যান্তরে নির্মমভাবে হত্যা করা হয়।
আলোচনা সভা শেষে শহীদ জাতীয় ৪ নেতাসহ সকল শহীদদের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।