মণিরামপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপডেট সময় : ১০:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ৮১ বার পড়া হয়েছে
মণিরামপুর প্রতিনিধি:
নানা কর্মসূচী ও আড়ম্বরের মধ্য দিয়ে মণিরামপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উপজেলা ও পৌর শ্রমিক লীগের উদ্যোগে বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্য কাজী মাহমুদুল হাসান। মণিরামপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক চিন্ময় মজুমদার বাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের তরুণ নেতা অ্যাড. বশির আহমেদ খান।
উপজেলা জাতীয় লীগের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সুমন দাস, পৌর জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মুনসুর রহমান, শ্রমিকনেতা মেহেদী হাসানসহ উপজেলা ও পৌর শ্রমিক লীগের নেতৃবৃন্দ। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।