মণিরামপুরের টুনিয়াঘরা মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:১৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২ ৬১ বার পড়া হয়েছে
মণিরামপুর প্রতিনিধি:
মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসার ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের কল্যাণ কামনায় শুভ বিদায়ী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এ বিদায়ী ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ,এইচ,এম, হাবিবুর রহমান। সহকারী মৌলবী মিজানুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য মারুফ হোসেন, নূরুল ইসলাম, প্রভাষক নূরুল হক, ফজলুর রহমান, মনিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাহবুর রহমান, নজরুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থী সাওদা খাতুন, আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী আয়শা আক্তার, সানজিদা খাতুন, মাদ্রাসা শিক্ষার্থী নূরজাহান, তাসমিয়া তাবাস্সুম, মাহমুদা মোহনা প্রমুখ।
বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী অধ্যাপক শামছুর রহমান।