ভেড়ামারায় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা সুসম্পন্ন
- আপডেট সময় : ০৮:১৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২ ৫৮ বার পড়া হয়েছে
আফতাব পারভেজ,ডেস্ক নিউজ
সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনতে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আজ শুক্রবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফল ভাবে সম্পন্ন হয়।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব ও দৈনিক হালচাল নিউজ. কম আয়োজিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের ১৫ জন সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।
অংশ গ্রহণকারী সাংবাদিকগণ হলেন–
১. আফতাব পারভেজ, এবিসি ন্যাশনাল নিউজ ও জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি।
২. ইয়াছির আরাফাত মিফতা, দৈনিক মুক্তমঞ্ছ এবং নগর টিভি এর ভেড়ামারা প্রতিনিধি।
৩. সাজেদুল ফরাজি, দৈনিক সূত্রপাত পত্রিকার দৌলতপুর প্রতিনিধি।
৪. মন্টু রহমান, দৌলতপুর বার্তা ভেড়ামারা প্রতিনিধি।
৫. শামীমা ইয়াসমিন, দৈনিক দেশতথ্য পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি।
৬. হাফিজুল রহমান, দৈনিক সূত্রপাত পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি।
৭. আজমাইন মোহন, দৈনিক তথ্যচিত্র পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি।
৮. সাধনা রাণী, দৈনিক মুক্তবার্তা পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি।
৯. আহসান হাবীব ঝলক, জাতীয় দৈনিক আলোর বার্তা ও কুষ্টিয়া প্রতিদিন পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি।
১০. ইয়াছির রহমান নোমান, দৈনিক হালচাল নিউজ ডটকম
১১. জাহাঙ্গীর আলম, দৈনিক হালচাল নিউজ ডটকম
১২. রাকিব হাসান, দৈনিক হালচাল নিউজ ডটকম
১৩. জিকরুল মোল্লা, দৈনিক তথ্যচিত্র পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি।
১৪. আব্দুল আলিম, দৈনিক হালচাল নিউজ ডটকম
প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ গাইড,খাতা কলম, সার্টিফিকেট, নাস্তা, দুপুরের খাবার পরিবেশন করা হয়।