ভেড়ামারায় জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৩:৩৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
ভেড়ামারা প্রতিনিধি – কুষ্টিয়ার ভেড়ামারায় আজ সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত উপজেলা পরিষদ কনফারেন্স রুমে “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন, সাবেক জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান শিহাবুল ইসলাম, কৃষি কর্মকর্তা, গ্রাম দলনেত্রী পারভীন, প্রতিবন্ধী সংস্থার পক্ষ থেকে খায়রুল ইসলাম প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শেষে ঋন সদস্যদের মাঝে ঋণের টাকা তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম