ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন
- আপডেট সময় : ০৯:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ ৫১ বার পড়া হয়েছে
আফতাব পারভেজ, ডেস্ক নিউজ
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ আজ বেলা ১ ঘটনার সময় ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নব্য সভাপতি হাসিনা মমতাজ এর সাথে আনন্দঘন পরিবেশে অত্র স্কুলের শিক্ষক কর্মচারীদের মধ্যে পরিচিতি সভা এবং ভর্তি পরীক্ষা প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক বার নির্বাচিত সভাপতি ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, কার্যকরী নির্বাহী সদস্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচও নুরুল আমিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল জব্বার, সহকারী প্রধান শিক্ষক নিলুফার হাসানসহ সকল শিক্ষক কর্মচারীগণ।
আলোচনা কালে সাবেক সভাপতি আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা স্কুলের বিস্তারিত বিষয় ইউএনও মহোদয় কে অবগত করান।
নব্য সভাপতি হাসিনা মমতাজ বলেন, স্কুলের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন এবং নিয়মনীতি অনুসরণ করে স্কুল পরিচালনা করার পরামর্শ প্রদান করেন।