ভেড়ামারায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
- আপডেট সময় : ০৮:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ ৬৬ বার পড়া হয়েছে
আফতাব পারভেজ ডেস্ক নিউজ – জেলা তথ্য অফিস, কুষ্টিয়া আয়োজিত ভেড়ামারায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ভেড়ামারা উপজেলা অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী ভূমি কমিশনার রেকসোনা খাতুন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বলাকা পারভীন স্বপ্না, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক আতা, ডাঃ সোনিয়া ঘোষ প্রমূখ।
প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু তার বক্তব্যে মুক্তি যুদ্ধের তাৎপর্য তুলে ধরেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার শিল্পী মন্ডল।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় ভেড়ামারার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান টি পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থা ভেড়ামারার সমন্বয়কারী কবি ডাঃ আসমান আলী।