ভারতের জম্মু ও কাশ্মীরের উপত্যকায় পন্ডিতের বাঁচাতে না পারলে হিন্দু শূন্য হয়ে যাবে বললে ফারুক।।
- আপডেট সময় : ০৯:৪০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ ৬০ বার পড়া হয়েছে
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
ভারতের জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স এর সভাপতি আজ অভিযোগ করেন যে যে ভাবে উপত্যকায় পন্ডিতদের বেচে বেচে নিধন করছে উগ্রপন্থীরা তাতে আগামী দিনে জম্মু ও কাশ্মীরের উপত্যকায় হিন্দু পন্ডিত শূন্য হয়ে যাবে। কারণ ভারতের বিজেপি ক্ষমতায় আসার পর জম্মু ও কাশ্মীরের বিশেষ আইন করে ক্ষমতার কেন্দ্র বিন্দু তে আসে নরেন্দ্র মোদির সরকার। এবং গোটা জম্মু ও কাশ্মীরের উপত্যকায় কেন্দ্রীয় সরকারের আইন চালু থাকার জন্য সেখানে ভারতের সামরিক বাহিনীর সদস্যদের সাথে উগ্রপন্থী দলের প্রতিদিন লড়াই চলেছে। এবং উগ্রপন্থী দলের সদস্যরা দেখে দেখে হিন্দু পন্ডিতের নিধন করছে। যার ফলে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের নয়া নিতীর জন্য উপত্যকায় হিন্দু পন্ডিত শূন্য হয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের উচিত পন্ডিতদের নিরাপত্তা ব্যবস্থা করা। এবং ভারতের জম্মু ও কাশ্মীর কে পুরানো আইনের মাধ্যমে ফিরিয়ে আনা।।