ভারতের কর্ণাটকের হিজাব এর আঁচ পড়েছে পশ্চিম বাংলার হাওড়াতে।।
- আপডেট সময় : ১২:৫০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ ৫৫ বার পড়া হয়েছে
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
ভারতের মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের ছাত্রীদের উপর হেজাব বিধিনিষেধ আরোপ করে ভারতের কর্ণাটক সরকার। এই মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের ছাত্রীরা যাতে হিজাব পরে বিদ্যালয়ে আসতে না পারে তার বিধিনিষেধ আরোপ করে সরকার।। এই সিদ্ধান্তে র বিরুদ্ধে মুসলিম ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় পরিধান পরার অধিকার নিয়ে ন্যায় বিচারের জন্য একটি মামলা দায়ের করেন ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি র একলা সে। তার সম্পূর্ণ রায় এখনো পর্যন্ত হয়নি। তার মধ্যে পশ্চিম বাংলার হাওড়া জেলার ধূলা গাড়ি আদর্শ বিদ্যালয় এ কিছু মুসলিম ছাত্রীরা আসেন হিজাব পরে পরিক্ষা দিতে। তাতে কিছু হিন্দু ধর্মের ছাত্র রা বাধা সৃষ্টি করে। এবং তারা নামা বলি গায়ে দিয়ে বিদ্যালয় আসে। যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। ঘটনার স্থানে উত্তেজনা থামাতে ছুটে আসে হাওড়া জেলা পুলিশের সাঁকরাইল থানার পুলিশ। শেষে হাওড়া ধূলা গাড়ি আদর্শ বিদ্যালয় এর প্রধান শিক্ষক অরিন্দম মন্ডল ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে বৈঠক করে আপাতত হিজাব পরে বিদ্যালয়ে পড়াশোনা করতে আসার উপর বিধিনিষেধ আরোপ করে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পশ্চিম বাংলার মুসলিম ধর্মপ্রাণ মুসলমানরা প্রশ্ন তুলেছেন যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মনিরপেক্ষ তা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তখন তার রাজ্যের মধ্যে এই ঘটনা কি করে হতে পারে। এই ঘটনার পর পশ্চিম বাংলার বিজেপি নেতা ও এম পি দিলীপ ঘোষ জানান যে এই ঘটনা যাতে পুনরায় না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের দেখা উচিত বলে মনে করেন।।