বোদায় ০৫টি সাজা পরোয়ানাভুক্ত ০৩ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ
- আপডেট সময় : ০৯:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
বোদা থানার বিশেষ অভিযানে বুধবার রাতে ০৫টি সাজা পরোয়ানাভুক্ত ০৩ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ।
পঞ্চগড় জেলার বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে বোদা থানার এসআই মোঃ মনজুরুল ইসলাম, এএসআই সোহেল রানা ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল ঢাকা ও নারায়নগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ জুন
বিজ্ঞ আদালতের সিআর সাজা ওয়ারেন্ট ৭১৮/১৫ মূলে ০২ বছরের কারাদন্ড প্রাপ্ত এবং পারিঃ জারিঃ সাজা ওয়ারেন্ট ৫/১৯ মূলে ০৩ মাসের কারাদন্ড প্রাপ্ত সহ ডাবল সাজা প্রাপ্ত আসামী ১। মোঃ সাজিদুল ইসলাম(৪০), পিতা-সওদাগর আলী, সাং-বড়শশী কাজিপাড়া, থানা-বোদা, জেলা-পঞ্চগড়কে ও জিআর সাজা ৬/১৯ মূলে ০৫ বছরের কারাদন্ড প্রাপ্ত আসামী ২। মোঃ সালমান শাহ (২৩), পিতা- মোঃ মজিবর রহমান, সাং- বদেশ্বরী , থানা-বোদা, জেলা-পঞ্চগড় এবং পারিঃ জারিঃ ০৭/১৬ মূলে ০৩ মাসের কারাদন্ড প্রাপ্ত ও পারিঃ জারিঃ ৫/২১ মূলে ০১ মাসের কারাদন্ড প্রাপ্ত সহ ডাবল সাজা প্রাপ্ত আসামী ৩। মোঃ জাকির হোসেন, (৩৪)পিতা- মোঃ আইনুল হক, সাং-ধামেরঘাট লাহিড়ী পাড়া, থানা-বোদা, জেলা-পঞ্চগড়গনকে গ্রেফতার করা হয়। আসামিদের যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। মাদক ও ওয়ারেন্টপ্রাপ্ত আসামিদের গ্রেফতারের জন্য বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পঞ্চগড় বোদা থানা উদ্ধার ও গ্রেফতারকারী অফিসারঃ এসআই মোঃ মনজুরুল ইসলাম, এএসআই সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স,