বেলকুচিতে সকল পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা করেন- আমিরুল ইসলাম খাঁন আলিম
- আপডেট সময় : ০৭:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ১২ বার পড়া হয়েছে
আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্ম উৎসব শারদীয় দূর্গা পূজা, এই পূজা উদযাপনে যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ- ৫ বেলকুচি এনায়েতপুর চৌহালী আসনে প্রত্যেক পূজা মন্ডপ পরিদর্শন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম খাঁন আলিম, ও সহধর্মিণী শাহনাজ প্রধান, পূজা মন্ডপে যেন কোন প্রকার দুর্ঘটনা না ঘটে এজন্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের দিয়ে সেচ্ছাসেবী দল গঠন করে পাহারার ব্যাবস্থা করা হয়েছে।
শুক্রবার শনিবার দুইদিন রাতব্যাপি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাফ হোসেন, থানা বিএনপির সদস্য কেরামত আলী তালুকদার, থানা বিএনপির সদস্য নূরুল ইসলাম তুহিন, পৌর বিএনপির সদস্য মিঞা শামীম, পৌর বিএনপির সদস্য মামুন হোসেন বরাদ, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম কমিশনার সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।