বেনাপোলে ৭৫০ বোতল ফেন্সিডিলসহ ১ কারবারী গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোলে ৭৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ শহিদ আলী (৩৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে যশোর র্যাব ৬- এর সদস্যরা।
এ সময় শহিদ আলীর দুই সহযোগী বিপুল ও রাজু কৌশলে পালিয়ে যায়।
মঙ্গলবার (৪ জুন) রাতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রাম অভিযান চালিয়ে একটি পাটকাঠির স্তুপের নিচ থেকে এ বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
যশোর র্যাব ৬- এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে গ্রেফতারকৃত আসামী ও পালাতক আসামীরা পরস্পর সহযোগিতায় অবৈধ পন্থায় স্বল্পমূল্যে মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয় করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ করতো।
জব্দকৃত আলামত ও গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।