বেনাপোলে বিদেশি মদসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ১২:০০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২ ৬৫ বার পড়া হয়েছে
সোহাগ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে ২৬ বোতল বিদেশি মদসহ পারভিনা খাতুন (২০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওবায়দুল, ও হাদি নামে আরো দুই মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
শনিবার (২২অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানাধীন বড়’আঁচড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক পারভিনা বড়’আঁচড়া গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকতো। তার স্বামীর নাম হাদ্রিস সরদার।
পুলিশ সূত্রে জানা গেছে, বেনাপোল বড় আঁচড়া গ্রামে একটি বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ভাড়াটিয়া পারভিনার ঘর থেকে ২৬ বোতল বিদেশি মদসহ তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে তিন জনের নাম উল্লেখ করে থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে, আটক একজন আসামীকে যশোর আদালতে পাঠানো হয়েছে। এবং পলাতক দুই আসামীকে আটকের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।