বেনাপোলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩
- আপডেট সময় : ০৯:৪৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ১০০ পুরিয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ জুন) দিবাগত রাতে পোর্টথানা এলাকায় অভিযান চালিয়ে তাদের তিন জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামীরা হলো, বেনাপোল পোর্ট থানার গাজীপুর উত্তরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে সালাউদ্দিন (৪২) সাদিপুর মাঠপাড়া গ্রামের মৃত আলমগীর হোসেনের স্ত্রী রেকসনা বেগম (৪০) ও গাজীপুর গ্রেমের মেহেদী হাসান রাসেল (৪৪)।
পুলিশ সূত্রে জানা থেছে, বেনাপোল পোর্টথানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বড় আঁচড়া গ্রেমের রেজাউলের মার্কেটের সামনে ফুটপাতের উপর হইতে সালাউদ্দিন ও রেকসনা বেগমকে ১০০ শ’ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করে। অপর একটি অভিযানে গ্রেপ্তার আসামী রাসেলের গাজীপুর নিজ বসতবাড়ির সামনে রাস্তার উপর হইতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাতেনাতে গ্রেপ্তার করে।
এবিষয়ে বেনাপোল পোর্টথানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত জানান, গ্রেপ্তার আসামীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।