বুধবার চুনতী ঐতিহাসিক সীরত মাহফিলের ১২ তম দিবস
- আপডেট সময় : ০৮:২২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ ৭৫ বার পড়া হয়েছে
কামরুল ইসলাম চট্টগ্রাম, ১৯ দিন ব্যাপী৫২ তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী মাহফিল (স.)১২ তম দিবস বুধবার ১৯অক্টোবর।এই সীরতুন্নবী মাহফিল শুরু হবে বাদে আছর।প্রথমে পবিত্র কালামে পাক করবেন সাঈদুল ইসলাম মুয়াজ্জিন, মসজিদে বায়তুল্লাহ, চুনতী শাহ মঞ্জিল, চুনতী,লোহাগাড়া। না”আতে রসূল ( স.) পরিবেশন করবেন এ,বি, এম গোলাম রব্বানী, ছাত্র, হা-মিম একাডেমি, চুনতী শাহ মঞ্জিল লোহাগাড়া। সভাপতিত্ব করবেন আলহাজ্ব মাওলানা উল্লাহ সাহেব সহকারী পরিচালক, দারুল মা’আরিফ আল ইসলামিয়া, চট্টগ্রাম। ওয়ায়েজ করবেন মাওলানা আবদুল হামিদ সাহেব, শিক্ষক, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসা লোহাগাড়া চট্টগ্রাম। বিষয় -নামাজের গুরুত্ব ও ফজিলত। বে-নামাজীর বিভিন্ন ধরনের শাস্তির বিবরণ। বাদ মাগরিব ওয়ায়েজ করবেন আলহাজ্ব মাওলানা শাহাদাৎ হোসেন সাহেব মুহাদ্দিস আল জামিয়াতুল ইসলামিয়া, জিরি চট্টগ্রাম। বিষয় -মাযহাব অনুসরণের প্রয়োজনীয়তা ও হানাফী মাযহাবের বৈশিষ্ট্য বর্ণনা। বাদ এশার ওয়ায়েজ করবেন – আলহাজ্ব মাওলানা মুফতি মনজুর হোসাইন সাহেব খতিব, দক্ষিণ বাড্ডা কেন্দ্রীয় জামে মসজিদে ঢাকা বিষয় – কিয়ামতের আলামত সমুহের বিবরণ।