বিশ্ব পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে পায়ে হেঁটে ওপার বাংলাদেশ থেকে এলেন সফিকুল ইসলাম।।
- আপডেট সময় : ০৯:৩০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২ ৬৭ বার পড়া হয়েছে
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম ।।
গত ৬ অক্টোবর বাংলাদেশের জাতীয় সংসদ ভবন থেকে বিশ্ব পরিবেশ ও রক্তদানের গুরুত্ব কতটা আম আদমি র কাছে তা বোঝাতে পায়ে হেঁটে ভারতে এলেন বাংলাদেশের কুমিল্লা জেলার যুবক সাইফুল ইসলাম। তিনি বিশ্ব পরিবেশ বাঁচাতে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেন। আজ ভারতের পশ্চিমবঙ্গ এর জলপাইগুড়ি জেলায় তাকে সম্বধনা জানান জলপাইগুড়ি জেলার এন জি ও এবং পদ্মশ্রী করি মূল ইসলাম। এই সাইফুল ইসলাম বিশ্ব পরিবেশ ও রক্তদানের গুরুত্ব নিয়ে সাধারণ মানুষের কাছে তার সচেতনতা র কথা ও গুরুত্ব এর তুলে ধরবেন। তিনি ভারতের মোট ১৫,টি, জেলায় প্রচার করবেন। আজ ৫১ তম দিনের মাথায় ভারতের মাটিতে পা রেখে ভালো লাগছে বলে জানান। তিনি দীর্ঘদিন ধরে পরিবেশ ও রক্তদানের গুরুত্ব আরোপ নিয়ে সাধারণ মানুষের কাছে সচেতনতা বৃদ্ধি করা নিয়ে কাজ করে চলেছেন। তিনি ভারত থেকে বাংলাদেশ ফিরে গিয়ে পরিবেশ নিয়ে কাজ করবেন বলে জানান।।