বিপুল সংখ্যক ভোটে জিতে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন মল্লিকার্জুন খড়েগই।।
- আপডেট সময় : ০২:২৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ ৬৯ বার পড়া হয়েছে
মনোয়ার ইমাম
আজ ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন ভারতের সাবেক রেলওয়ে মন্রী ও ভারতের রাজ্যে সভার বিরোধী দলের নেতা শ্রী মল্লিকার্জুন খড়েগই। তিনি তার প্রতিদ্বন্দ্বি ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও সাবেক বিদেশমন্ত্রী শ্রী শশী তারুর কে পরাজিত করেন। ভারতের জাতীয় কংগ্রেসের মোট ভোটের সংখ্যা ছিল, ৯৯৫০,টি, তার মধ্যে ভোট হয়েছিল, ৯৩৮৫,টি। এর মধ্যে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে শ্রী মল্লিকার্জুন খড়েগই পেয়েছে মোট ভোট, ৭৮৯৭,টি। এবংতারস প্রতিদ্বন্দ্বি শশী তারুর পেয়েছে ১০৭২টি, ভোট। আজ ভারতের জাতীয় কংগ্রেসের ইলেকশন অথোরিটি মল্লিকার্জুন খড়েগই কে সভাপতি হিসেবে ঘোষণা করেন। এবং তিনি ১৯৯৮,সালে, র পর শ্রী সীতারাম কেশরী র পর ভারতের জাতীয় কংগ্রেসের নেতাদের ভোটে নির্বাচিত হলেন। আজ ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে মল্লিকার্জুন খড়েগই কে অভিনন্দন জানান ভারতের জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী ও পশ্চিম বাংলার প্রবীণ ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও রাজ্যসভার সদস্য শ্রী প্রদীপ ভট্টাচার্য ও লোকসভা র বিরোধী দলের নেতা অধীর চৌধুরী সহ ভারতের বিভিন্ন রাজ্যের ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব। দেওয়ালীর এবং কালীপূজা র পর ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করবেন ভারতের জাতীয় কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি শ্রী মল্লিকার্জুন খড়েগই।।