বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই বোন গ্রেফতার
- আপডেট সময় : ১১:৫২:১০ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
যশোরে কোতয়ালী মডেল থানা এলাকায় আপন দুই বোন ফরিদা বেগম ও ফাতেমা বেগমের বসতবাড়ির বাথরুমের হাই’কমডের প্লাস ট্যাংকি ও স্টিলের বাক্নের মধ্যে থেকে ১৯ হাজার ৮০০ শ’ পিস ইয়াবা ট্যাবলেট, একটি আই’ফোন ও মাদক বিক্রয়ের নগদ ১ লক্ষ্য ৪৮ হাজার ৮০০ শত টাকাসহ দুই নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে যশোর র্যাব-৬ এর সদস্যরা।
শনিবার (১ লা জুন) গভীর রাতে কোতয়ালী মডেল থানাধীন এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফরিদা বেগম ও ফাতেমা বেগম কোতোয়ালী মডেল থানাধীন বকচর কবরস্থান রোড এলাকার লুৎফর শেখের মেয়ে।
র্যাবের অফিস সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাদক কারবারীদের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা বিভিন্ন অবৈধ পন্থায় সল্প মূল্যে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট স্বল্প মূল্যে ক্রয় করে যশোর জেলা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলো।
যশোর র্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।