বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসারের অফিশিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি করে প্রতারক চক্র
- আপডেট সময় : ১২:১৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ ৮১ বার পড়া হয়েছে
সম্মানিত বালিয়াডাঙ্গী উপজেলাবাসী,
আসসালামু আলাইকুম। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কিছু প্রতারক ও অসাধু চক্র বালিয়াডাঙ্গী উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের অফিশিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে সেই নাম্বার থেকে বিভিন্ন ব্যক্তি/সংস্থাকে ফোন করছে এবং বিভিন্ন কারণ দেখিয়ে টাকা দাবী করছে। আমি আপনাদের নিশ্চিত করছি, ইউএনও বা তাঁর পক্ষে কখনোই ফোন করে কিংবা অন্য কোনভাবে কারও নিকট টাকা দাবী করা কিংবা চাওয়া হয় না। আমার পক্ষ থেকে কেউ সশরীরে বা মোবাইলে টাকা চাইলে আপনারা দয়া করে কাউকে কোন টাকা দিবেন না।
এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক ও সচেতন থাকার জন্য অনুরোধ করছি। এবং টাকা চাওয়ার কোন ঘটনা জানতে পারলে তাৎক্ষণিকভাবে আমাকে বা থানায় জানানোর জন্যও অনুরোধ করছি।
#বিঃদ্রঃ নীচের ছবিতে লক্ষ্য করুন, ভুয়া নাম্বার থেকে ফোন আসলে সেখানে প্লাস (+) এবং 88 এর মাঝে একটি শুন্য (0) থাকে। আসল নাম্বারে প্লাস (+) এবং 88 এর মাঝে কোন শুন্য (0) থাকবে না।
নিজে সতর্ক হউন, অন্যকে জানান এবং প্রতারণা এড়িয়ে চলুন।
অনুরোধক্রমে
বিপুল কুমার
উপজেলা নির্বাহী অফিসার
বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও।