বালিয়াডাঙ্গীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:০১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ ৬১ বার পড়া হয়েছে
মো পজিরুল ইসলাম ন্যাশনাল নিউজ
বুধবার (৯ নভেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বরে ঠাকুরগাঁও দুই আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও দুই আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম, বিশেষ অতিথি বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জুলফিকার আলী, বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আকরাম আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা তাঁতীলীগের সভাপতি সাদেকুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য জয়নাল আবেদীন,আশরাফুল আলম সহ উপজেলা কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪৪টি স্টল অংশ্রগ্রহণ করেন। এর মধ্যে উপজেলার বিভিন্ন দপ্তর অংশ গ্রহণের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজ নানা প্রজেক্ট তুলে ধরেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি হবে।