বালিয়াডাঙ্গীতে জাতীয় যুব দিবস- ২৪ উদযাপিত
- আপডেট সময় : ১০:২৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ২০ বার পড়া হয়েছে
মোঃ আব্দুস সবুর বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যুব র্যালী, শপথ পাঠ,আলোচনা সভা,সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: রবিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী(ভারপ্রাপ্ত) কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো:আরাফাত হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো: সাইদুর রহমান, সাংবাদিক এন.এম নূরুল ইসলাম, সাংবাদিক মো: আব্দুস সবুর,বৈশম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কারী মো: জিয়াউর রহমান,বিভিন্ন প্রশিক্ষিত প্রায় শতাধিক যুবক-যুবকসহ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন এসময় উপস্থিত ছিলেন।
সবশেষে, প্রশিক্ষনার্থীদের মাঝে চেক ও সনদপত্র বিতরণ করা হয়।