বামফ্রন্টের ডাকে উস্তি এরিয়া কমিটির ডাকে মহতী রক্তদান শিবিরের আয়োজন।।
- আপডেট সময় : ১১:৫১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩ ১৪১ বার পড়া হয়েছে
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের বামফ্রন্টের ডাকে একটি রক্তদান শিবিরের আয়োজন করেন উস্তি এরিয়া কমিটি। এই মহতী রক্তদান শিবিরে মগরাহাট পশ্চিমের বিভিন্ন যায়গায় থেকে মোট ১০৩,জন, মানুষ রক্তদান করেন। তার মধ্যে মহিলা, ৩২,জন, এবং পুরুষ, ৭১,জন। এই শুভ রক্তদান শিবিরের উদ্ধোধন করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী কমরেড সব্যসাচী চক্রবর্তী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বামফ্রন্টের সাধারণ সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড শাহনাজ মোকামী মিন্টু এবং মগরাহাট পশ্চিমের কৃষক ও ক্ষেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক কমরেড মুজাহিদ কবির এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য সোমনাথ ঘোষ ও ওরফে বাপ্পা ঘোষ ও উস্তি এরিয়া কমিটির সদস্য অসিমপাল ও মগরাহাট পশ্চিমের বামফ্রন্টের যুব কমিটির সদস্য কমরেড কবিরুল ইসলাম ও কমরেড সাদাব হোসেন কাজী সহ অন্যান্য বামফ্রন্টের নেতৃত্ব। এই সভায় উপস্থিত সকলকেই রক্তিম অভিনন্দন জানান বামফ্রন্টের উস্তি এরিয়া কমিটির যুব সদস্য কমরেড কবিরুল ইসলাম।।