বাবুল আক্তার কে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
- আপডেট সময় : ১১:৫৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২ ৬৫ বার পড়া হয়েছে
কামরুল ইসলাম চট্টগ্রাম –
চট্টগ্রামে চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৭ জনকে আসামি করে পিবিআইয়ের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত৷ সোমবার (১০ অক্টোবর) সকালে এ রায় ঘোষণা হয়েছে।
সকালে বাবুল আক্তারের উপস্থিতিতে শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পোরোয়ানা জারি করেন৷ এসময় পিবিআইয়ের দেওয়া চার্জশিটের ওপর নারাজির আবেদন করেন বাবুল। আদালত বাবুলের আবেদন খারিজ করে দেন।
এর আগে গত ১৩ই সেপ্টম্বর মিতু হত্যা মামলায় বাবুল আক্তারসহ ৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই৷
২০১৬ সালের ৫ জুন, সকালে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় জিইসি মোড়ে ছুড়িকাঘাত ও গুলি করে মিতুকে হত্যা করা হয়। গত বছরের ১২ মে এ মামলায় বাবুল আক্তারকে গ্রেফতার দেখায় পুলিশ।