বাগেরহাটে আপন ভাইদের মধ্য জয়গা-জমি নিয়ে বিরোধ

- আপডেট সময় : ১১:২৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২ ১২৩ বার পড়া হয়েছে

মোঃ ইকরামুল হক রাজিব
নিজস্ব প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামে আপন ভাইদের মধ্যে জায়গা- জমি নিয়ে বিরোধ ও জোর করে ভোগ দক্ষলের চেষ্টা।
৩ (অক্টোবর)২০২২ দুপুরে মাহাবুব শেখ (৫৫) তার কেনা সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন তাদের পার্শ্ববর্তী প্রতিবেশী আপন ভাই মজিদ শেখ (৬০)ও তার স্ত্রী সায়রা বেগম (৫০)ছেলে আজাদ(৩৫) ও তার স্ত্রী আরজিনা(৩০) তাদের বাড়ির সদর রাস্তা বের করার জন্য মাহাবুব শেখ এর বাড়ির সিমানর প্রাচির ভেঙ্গে জমি জোর দক্ষল ও রাস্তা তৈরির পাইতার চালাছেন বলে জানান ভুক্তভুগি পরিবার।
এ বিষয়ে পতি-পক্ষ মজিদের পুএবধু বলেন আমরা রাস্তা বানানোর জন্য প্রচির ভেঙ্গেছি, আমাদের বড়ির সদর রাস্তা দেয়ার কথা বলে দেয়নি তাই আমরা নিজেরা রাস্তা তৈরি করে নিয়েছি।
পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভুগি মাহাবুব শেখের স্ত্রী বাড়ি একা থাকেন প্রতিদিন গালিগালাজ করে ও মারধরের হুমকি দেয়,তিনি বলেন ওদের তো বাড়ি থেকে বের হবার বিকল্প রাস্তা আছে, তো আমরা কেন রাস্তা দিব, ওরা আমার স্বামীর কেনা সম্পত্তি জবরদখল করে রাস্তা বানানোর পায়তারা চালাচ্ছে আমারি ভাসুর মজিদ শেখ ও তার ছেলে,পুএবধু পরিবার, আমাকে হুমকি-ধুমকি দিয়ে আসছে, এ সমস্যা নিয়ে মেম্বর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিস করলেও তারা না মেনে এমন ঘটনা ঘটায় এর সুষ্ঠু একটা বিচার হওয়া দরকার তাই আমরা আইনের সহায়তা নিব।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মু.আলিমুজ্জামান(ওসি)বলেন,এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বেবস্থা নেয়া হবে।