বাংলা বর্ষবরণ পালন করেছেন বালিয়াডাঙ্গী উপজেলার সম্মিলিত সাংবাদিক সমাজ

- আপডেট সময় : ০৯:২৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন। বাঙালির প্রাণের উৎসবকে বরণ করে নিতে উৎসবমুখর পরিবেশে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বরে বাংলা নববর্ষ উদযাপনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা সম্মিলিত সাংবাদিক সমাজ উদ্যোগে ১লা বৈশাখ ১৪৩১বাংলা সকালে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় । বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন বালিয়াডাঙ্গী উপজেলা সম্মিলিত সাংবাদিক সমাজের প্রধান আহ্বায়ক ও সাংবাদিক মোঃ মজিবর রহমান শেখ, মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জুলফিকার আলী,যুগ্ম আহ্বায়ক দুলাল রব্বানী, যুগ্ন আহ্বায়ক শফিউল ইসলাম কায়সার, সিনিয়ার সাংবাদিক রমজান আলী, সিনিয়ার সাংবাদিক রাজিউর রহমান জেহাদ রাজু,সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক ফজলু রহমান, সাংবাদিক সুমন, সাংবাদিক মিন্নাত, সাংবাদিক সাইফুল, বাসুদেব বর্মন, সাংবাদিক মনসুর, সাংবাদিক নুরুজ্জামান, সাংবাদিক আবু সালেক, সাংবাদিক এনামুল হক, মঙ্গল শোভাযাত্রাটি পরিচালনার দায়িত্বে ছিলেন সাংবাদিক আব্দুস সবুর, সার্বিক সহযোগিতার দায়িত্ব পালন করেন সাংবাদিক উজ্জ্বল, শেষে বালিয়াডাঙ্গী উপজেলা সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে বাঙ্গালি ঐতিহ্য পান্তা ভোজন সম্পন্ন।