বাংলাদেশ রোভার স্কাউটস এর খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি হলেন কুষ্টিয়ার ছেলের সাব্বির হোসেন জয়
- আপডেট সময় : ১১:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে
মোঃ রেজাউর রহমান তনু কুষ্টিয়া প্রতিনিধি:-বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের খুলনা বিভাগীয় সিনিয়র প্রতিনিধি হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সন্তান মোঃ সাব্বির হোসেন জয়। সাব্বির হোসেন জয় মিরপুরের মোঃ পলাশ উদ্দিন ও মোছাঃ ওহিদা বেগমের সন্তান ।সে কুরিপোল সরকারি প্রাইমারি স্কুল থেকে প্রাথমিক ও কুরিপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন। ২০১৮ সাল থেকে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ এ রোভার স্কাউট জীবনের হাতে খড়ি পরবর্তীতে সে ২০২১-২০২২ সালে কুষ্টিয়া জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে সে কুষ্টিয়া সরকারি কলেজে রোভার গ্রুপের ক্রু কাউন্সিল সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বলেন তিনি UNDP & BD Scouts এর যৌথ প্রজেক্ট আমি ও সুনাগরিক এর একজন প্রশিক্ষক।লোকাল কো-অর্ডিনেটর মেসেঞ্জার অফ পিচ টিম বাংলাদেশ ও আলো সেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার সদস্য। VSO(volunteer service overseas) কুষ্টিয়ার জেলার সাধারণ সম্পাদক।
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর মোহাম্মদ এনামুল হক খান এর স্বাক্ষরিত একটি অফিসারকের মাধ্যমে কুষ্টিয়া সরকারি কলেজ এর রোভার মোঃ সাব্বির হোসেন জয় কে ২০২৩ সালের জন্য খুলনা বিভাগীয় সিনিয়র রোভার প্রতিনিধি হিসাবে মনোনয়ন দেওয়া হয়। সে ২০১৯ সালে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেন এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ কুষ্টিয়া জেলা পর্যায়ের শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হন।সে বর্তমানে কুষ্টিয়া সরকারি কলেজে অনার্স ৩য় বর্ষ হিসাববিজ্ঞান বিভাগে লেখাপড়া করছেন।