বরিশাল থেকে শুরু হচ্ছে নতুনধারার দেশব্যাপী পথসভা
- আপডেট সময় : ১১:৩৩:০২ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ ৫৫ বার পড়া হয়েছে
আফতাব পারভেজ, ডেস্ক নিউজ
সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতিরোধের দাবিতে বরিশাল থেকে শুরু হচ্ছে নতুনধারার দেশব্যাপী পথসভা। ‘নতুনধারার অঙ্গীকার-দুর্নীতি থাকবে না আর…’ শ্লোগানে নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদীর নেতৃত্বে ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে রেডর্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশের ধারাবাহিকতায় প্রতি বছরের মত এ বছরও প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে ২২ ডিসেম্বর সকাল ১০ টায় বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে কর্মসূচি শুরু হবে।
বরিশাল মহানগর এনডিবির সভাপতি ফরহাদ হোসেন ফুয়াদের সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেবেন মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, মহানগর এনডিবির সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল, সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন আল আমিন খান, রিয়ার চৌধুরী প্রমুখ।
নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০২২ সালের ২৬ অক্টোবর ২৪ জেলা, ১০৪ উপজেলা শাখাসহ সকল শর্ত পূরণ করে নির্বাচন কমিশনে আবেদন করেছে।